লোহাগাড়ায় মাস্ক নিয়ে মানুষের ঘরে ঘরে ইউএনও

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ১৯:২০

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সংক্রমণ প্রতিরোধে লোহাগাড়া উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মাস্ক বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু। রবিবার বিকালে উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা এলাকাসহ বিভিন্ন এলাকায় এ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

আহসান হাবিব জিতু বলেন, দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে। এরই ধারাবাহিকতায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সচেতন করতে বিনামূল্যে প্রতিদিন মাস্ক বিতরণ করে যাচ্ছি।

ইউএনও বলেন, যারা বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক থাকবে না তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না থাকায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :