মাদক মামলায় ৪ জনের ১০ বছর করে কারাদণ্ড

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২০, ২০:৪১

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিপুল ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানার ও অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হোসেন আলী, জসীম উদ্দীন, সালাউদ্দিন ও মিজানুর রহমান।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ এক লাখ ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় হাজারীবাগ থানা এলাকায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় মাদক আইনে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। একই বছরের ১৪ নভেম্বর ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন আদালতে সাক্ষ্য দেন।

ঢাকাটাইমস/২৩নভেম্বর/ইএস