মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ০০:৫২ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০, ০১:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালের পাশে  সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সোমবার দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে এ আগুন লাগে। 

আগুনে এখন পর্যন্ত ৫০টিরও বেশি বাড়ি-ঘর ও দোকানপাট পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনের লেলিহান শিখা পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারপাশ।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ঢাকা টাইমসকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে রাত পৌনে ১২ টার দিকে আগুন লেগেছে। প্রথমে আমাদের ৮ টি ইউনিট গেলেও আগুন বেড়ে যাওয়ায় আরও চারটি ইউনিট পাঠানো হয়েছে। এখন ১২ টি ইউনিট কাজ করছে। এখনই আগুনের সুত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। হতাহতের বিষয়েও কোনো তথ্য জানা যায়নি।

ঢাকাটাইমস/২৩ নভেম্বর/এআর/ ইএস