দেশ প্রধানমন্ত্রীর হাতে নেই: দাবি গয়েশ্বরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৫:৪০ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১৫:০৮

রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, কিন্তু দেশটা তো আপনার হাতে নাই।’

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল এই আয়োজন করে।

এসময় গয়েশ্বর রায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা আর দেশে গণতন্ত্র ফিরে আসা একই সূত্রে গাঁথা।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি তাহলে তারেক রহমান ফিরে আসবেন। এখানে কিন্তু জেল-জুলুমের ভয় না। যুদ্ধকালীন সময়ে তারেক রহমানের বয়স যখন ১০ বছর তখন তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানি মিলিটারি ক্যাম্পে বন্দি ছিলেন।

গয়েশ্বর বলেন, ‘আপনারা অনেকেই বলেন আগামী দিনের নেতা তারেক রহমান। আমি আপনাদের এই কথার সঙ্গে একমত নই। তারেক রহমান ইতোমধ্যেই তো নেতা। তারেক রহমানের সম্ভাবনা কতটুকু তা আমরা কতটুকু গুরুত্বের সঙ্গে ভাবি- তার থেকে বেশি গুরুত্বের সঙ্গে ভাবেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা।’

‘আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস নেই’ মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘তারেক রহমান কিন্তু সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন ইলেকশনের মাধ্যমে। তারা (আওয়ামী লীগ) কেন ইলেকশন করতে পারছে না। বর্তমান প্রধানমন্ত্রীর কথাবার্তা, আচার-আচরণে মনে হয় দেশটার তিনি পৈতৃকসূত্রে মালিক। তারা দুই বোন আছেন, আরেক বোন বলেন, ‘আমি কি? আমি কি বাপের মেয়ে না?’ এই দ্বন্দ্বটা কেন? যদি গণতন্ত্রে বিশ্বাস করতেন, জনগণের ভাবনায় বিশ্বাস করতেন, তাহলে তাদের এ নিয়ে ঝগড়া বাধতো না। তারা মনে করেন দেশটা পৈতৃকভাবে তাদের প্রাপ্য। এ কারণে ওয়ারিশ নিয়ে তাদের দ্বন্দ্ব।’

গয়েশ্বর রায় বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি লাইফ সাপোর্টে আছে। পুরো দেশটাই তো তিনি লাইফ সাপোর্টে রেখেছেন। এখন আলাদা আলাদাভাবে কোনো ব্যক্তি, কোনো দল লাইফ সাপোর্টে আছেন তা নির্ণয় করা কঠিন। কারণ দেশ টিকবে কি না সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে মানুষ। রক্ত দিয়ে অর্জিত বাংলাদেশ, মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই বাংলাদেশ। সেই বাংলাদেশ বাংলাদেশের জনগণের হাতে নাই।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, দেশটা তো আপনার হাতে নাই। আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনি তো পুতুল। আপনি তো নাচেন। আপনাকে কে নাচায় তা আপনি ভালো করে জানেন। সুতরাং গণভবনে আমরা পুতুল নাচ দেখছি। কে লাইফ সাপোর্টে আছে, সেটা যদি অনুধাবন করতে পারতেন তাহলে অনেক আগেই মন্ত্রিত্ব ছেড়ে দিতেন।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘অনেকে বলে তারেক রহমান বিদেশ থেকে কী করবে? শেখ মুজিব জেলে ছিলেন, দেশ স্বাধীন হয় নাই? তারেক রহমান দেশের বাইরে থাকলে গণতন্ত্র উদ্ধার হবে না। আমি বলি- এসব চিন্তা আপনারা কোথায় পেলেন? তিনি তো দৃশ্যত বাইরে আছেন। কিন্তু প্রতিনিয়ত আপনার আমার অন্তরে আছেন, ভাবনায় আছেন, চিন্তায় আছেন, চেতনায় আছেন। প্রতিদিন, প্রতি মুহূর্তে তার সঙ্গে আমরা রাজনৈতিক আলোচনা করছি। চলার পথের কৌশল ঠিক করছি। তারেক রহমান সুস্থ হবেন এবং সশরীরে আগামীদিনের জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেবেন। বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী মো. আমির খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও দক্ষিণ শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সুমন ভূঁইয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে: ড্যাব 

দেশের প্রতিটি গুমের পেছনে আওয়ামী লীগ সরকার দায়ী: রিজভী

বিএনপিকে প্রতিহত করে বিজয় সুসংহত করতে হবে: ওবায়দুল কাদের 

উপজেলায়ও সমঝোতা চায় ১৪ দল, জয় নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনার সাক্ষাৎ 

বর্তমান ইসির অধীনে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা ১২ দলীয় জোটের

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে: মির্জা ফখরুল

সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্য নষ্ট করতে দেব না: নাছিম

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর

উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি

এই বিভাগের সব খবর

শিরোনাম :