ঈশান গোপালপুর ইউনিয়নে মেহগনি গাছ প্রশাসনের হেফাজতে

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ১৫:৫১ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০, ১৬:৩৪

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের হেলে পড়া একটি মাঝারি আকারের মেহগনি গাছ উপজেলা প্রশাসনের হেফাজতে নেয়া হয়েছে। গাছটির আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা।

জানা গেছে, গত শনিবার ইউপি ভবন কাজের জন্য বেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় গাছটি হেলে পড়ে। এরপর ইউপি সচিব বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

ইউপি সচিব মন্টু সরকার বলেন, মাটি কাটার সময় গাছটি হেলে পড়লে তৎক্ষণাৎ তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গত রবিবার গাছটি কেটে সেখানেই রেখে দেয়া হয়।

বুধবার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মো. সজিব সরজমিনে পরিদর্শনে গিয়ে কাঠের পরিমাপ করে বুঝে নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা বলেন, ইউপি সচিবের নিকট থেকে বিষয়টি জানতে পেরে একজন কর্মকর্তাকে সেখানে পাঠিয়ে গাছ কেটে পরিমাপ করে রাখা হয়েছে। পরবর্তীতে নিলাম টেন্ডারের মাধ্যমে সেটি বিক্রি করা হবে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/কেএম)