প্রত্যেকের হাতে অস্ত্র তুলে দেব: টিগ্রে ফোর্স

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৬:২৪ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১৬:০৫

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা টাইগ্রেতে সরকারি বাহিনীর অত্যাধুনিক একটি ডিভিশনকে ‘সম্পূর্ভাবে ধ্বংস’ করেছে অঞ্চলটির স্বাধীনতাকামী বিদ্রোহীরা। আল জাজিরা ও রয়টার্স।

মঙ্গলবার এক টেলিভিশন বার্তায় এই দাবি করেন টাইগ্রে মিলিটারির মুখপাত্র গীতাচিউ রিডা। এসময় রিডা প্রতিজ্ঞা করে বলেন ‘মেক্লেলে শহর রক্ষা করার জন্য আমি প্রতিটি বেসামরিক লোকের হাতে অস্ত্র তুলে দেব।’

ট্রাইগ্রের রাজধানী মেক্লেলেতে প্রায় পাচঁ লাখ মানুষের বসবাস। শহরটি দখলের জন্য সেনা অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিয়ে রবিবার একটি টুইট করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। যেখানে তিনি জনগণের উদ্দেশ্যে লেখেন, ‘আমরা সেনা অভিযান পরিচালনা করতে যাচ্ছি। কাউকে মাফ করা হবে না। আপনারা নিজেদেরকে বাচাঁন।’

একই টুইটে প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) বিদ্রোহীদের ৭২ ঘণ্টার মধ্যে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করার আহ্বান জানান। অন্যথায় সেনা অভিযানের হুঁশিয়ারি দেন। বলেন, ‘তোমাদের পালানোর কোনো পথ নেই। নিজেদের বাচাঁতে চাইলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ কর।’

তবে মঙ্গলবার করা রিডার এই দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ইথিওপিয়া সরকার। অঞ্চলটিতে ইথিওপিয়া সরকার ও স্বাধীনতাকামীদের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ চলমান থাকায় রিডার এই মন্তব্যকে যাচাই করতে পারেনি আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ‘ওই এলাকায় কোনো বিদ্যুৎ সরবরাহ নেই, নেই কোনো ইন্টারনেট সংযোগ। তাই তার এই দাবি যাচাই করা অসম্ভব।’

ইথিওপিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যকার চলা সপ্তাহব্যাপী সহিংসতায় প্রাণ গেছে হাজারও বেসামরিক মানুষের। প্রায় তিন লাখ শরণার্থী আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ সুদানে। জরুরি ত্রাণ সাহায্যে পৌছাঁনোর জন্য ইতোমধ্যে জাতিসংঘ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেও কোনো পক্ষই কর্ণপাত করছে না।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এনএইচএস/কেআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলি হামলায় গাজা একটি ‘মানবিক নরকে’ পরিণত হয়েছে: গুতেরেস

ইরানের ওপর ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যে কারণে ৩০ এপ্রিলের আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ, ২৮ কর্মীকে বরখাস্ত করলো গুগল

আমিরাতে বৃষ্টিপাত অব্যাহত, দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা

ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

ইরানের হাতে রাশিয়ার এসইউ-৩৫ যুদ্ধবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা!

নেসলের বেবিফুডে অতিরিক্ত চিনি  

ইসরায়েল আত্মরক্ষার জন্য সবকিছু করবে: নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে বৈরী আবহাওয়া: আকস্মিক বন্যার পেছনে আছে কৃত্রিম বৃষ্টিপাতেরও ভূমিকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :