জহুরি মহল্লার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার পোড়া বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে সেখানে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জিয়াউর রহমান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪ টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসে আগুনের খবর জানানো হয়েছে। প্রথমে পাঁচ ইউনিট ও পরে আরও পাঁচ ইউনিটসহ ১০টি ইউনিটের চেষ্টায় বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগা বস্তিটি স্থানীয়ভাবে ৪০ এর বস্তি হিসেবে পরিচিত। বস্তিটিতে শতাধিক ঘর রয়েছে। আগুনের বস্তির অর্ধেকের বেশি ঘর পুড়ে গেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
এর আগে সোমবার মধ্যরাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে শতাধিক ঘর ও দোকান পুড়ে যায়। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা বাবুল মিয়া জানান, গুলশান নিকেতনের পশ্চিম পাশের ওই এলাকাতে সোমবার রাত পৌনে ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/কারই/কেআর)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

‘খালের বর্জ্য অপসারণে খরচ হচ্ছে ২০-২৫ কোটি টাকা’

কক্সবাজারে ঈদগাঁও থানার যাত্রা শুরু

কাল আসবে ২০ লাখ ডোজ টিকা, দিতে চায় চীন-রাশিয়াও

চলতি মাসেই ঢাকায় শুরু হচ্ছে টিকার ‘মহড়া’

করোনায় সাড়ে আট মাসে সর্বনিম্ন মৃত্যু

অবশেষে দুদকে এলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপা

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে

স্ত্রীসহ সাবেক এমপি আউয়ালের তিন মামলায় চার্জশিট

চাকরিচ্যুত প্রবাসীদের নতুন কর্মসংস্থানের জন্য কাজ চলছে: প্রধানমন্ত্রী
