জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স শুরু ২৭ নভেম্বর

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ১৯:১৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২০, ১৯:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষকী উপলক্ষে বয়সভিত্তিক ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, এমপি।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু সংবাদমাধ্যমকে বলেছেন, কোভিড-১৯ সংক্রমণের মধ্যেও দেশের অনেকগুলো জেলা টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সম্মতি প্রকাশ করেছে।

খেলোয়াড়দের ডাক্তারি পরীক্ষার পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের সঠিক সংখ্যা জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। ২৮ নভেম্বর (শনিবার) শেষ হবে এ প্রতিযোগিতা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এসইউএল)