ফেরার ম্যাচে যেমন করলেন সাকিব

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২০, ২১:১১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো ক্রিকেট ম্যাচ খেলতে নামেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তিনি খেলছেন জেমকন খুলনার হয়ে। এদিন ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নেমে তিনি বল হাতে নিয়েছেন ১টি উইকেট। আর ব্যাটিংয়ে ১৩ বলে করেছেন ১৫ রান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন প্রথমে ফিল্ডিং করে সাকিবের দল। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তাকে ৩ ওভার বোলিংয়ে আনেন। তাতে সাকিব ১৮ রান দিয়ে শিকার করেন ১টি উইকেট। ফেরান আফিফ হোসেনকে।

পরে ওয়ানডাউনে ব্যাট করতে নামেন সাকিব। সুমন খানের বলে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন তিনি।

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় গত বছরের ২৯ অক্টোবর ক্রিকেটে সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। যার মধ্যে এক বছর ছিল নিষেধাজ্ঞা।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এসইউএল)