পরের ম্যাচে ভুল করতে চান না ‍মুশফিক

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ১৩:২৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লড়াইয়ের পরও মুশফিকুর রহিমের শুরুটা হয়েছে পরাজয় দিয়ে। বেক্সিমকো ঢাকার অধিনায়ক উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর। ৪১ রানের ইনিংস খেলে বলতে গেলে দলের পক্ষে একাই লড়ে গেছেন। তবু থেকে গেছেন পরাজিত দলে। ‍ঘুরে দাঁড়াতে মরিয়া মুশফিক পরের ম্যাচে ভুলগুলো শুধরাতে চান।

তিনি বলেন, ‘দেখুন প্রথম ম্যাচেই বিচার করা খুব কঠিন। আমি মনে করি শুরুটা খুব ভালো হয়েছে। ব্যাটসম্যানদের ব্যাপারে যদি বলেন, টি-টোয়েন্টিতে ৩০-৪০ রান করে ম্যাচ জেতা অনেক কঠিন।’

মুশফিক ছাড়াও ভালো শুরু পেয়েছিলেন নাঈম শেখ (২৬) ও আকবর আলী (৩৪)। তবে কেউই ইনিংসকে বড় করতে পারেননি। মুশফিক বলেন, ‘আমরা যারা সেট হয়েছি তাদের একজন যদি ৬০-৭০ করতাম তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকতো। তবে আমি সত্যিই খুশি যে সবাই ভালো শুরু পেয়েছে। সবাই ভালো টাচে আছে এটা ভালো লক্ষ্মণ। আশা করি যারা সবাই পরের ম্যাচে আরো ভালেলা করবে।’

ম্যাচে পরাজয়ের মূল কারণ নিয়ে মুশফিক বলেন, ‘বোলারদের ব্যাপারে যদি বলেন, তারা সবাই ঠিকমতো পারফর্ম করতে পারেনি। আমার মনে হয় প্রথম ম্যাচ বলে মানসিকভাবে অস্থিরতায় এমন হয়েছে। সেটা যেকোন দলের জন্য জতে পারে। আমরা চেষ্টা করবো পরের ম্যাচে ভুলগুলো না করতে।’

‘আমাদের নিশ্চিত করতে হবে পরের ম্যাচে যেন ভুলগুলো কম করি। প্রসেসগুলো ঠিক করলেই ম্যাচ জিততে পারবো। টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে দুই-তিনজন ভালো করলেই যেকোনো দিন ভালো যায়। ইনশআল্লাহ চেষ্টা করবো পরের ম্যাচে ভালো করতে।’- যোগ করেন মুশফিক।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/এআইএ)