ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভেন্যু ঢাকা-চট্টগ্রাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১৪:২৬

জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চূড়ান্তের পথে। পরিস্থিতি পরিদর্শনে দুইজন ক্যারিবিয়ানের আসার তারিখও ঠিক হয়ে আছে। আগামী ২৮ তারিখ বাংলাদেশে এসে ভেন্যু পরিদর্শনের কথা রয়েছে তাদের। যেখানে ঢাকার সাথে ভেন্যু হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় থাকছে চট্টগ্রামও।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে নিজেদের বর্তমান কার্যক্রম অগ্রগতির কথা জানাতে গিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন ওয়েন্ট ইন্ডিজ থেকে আসা প্রতিনিধি দল পরিদর্শন করবেন ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু।

মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম খান জানান, ’২৮ তারিখ আসছে দুইজন। একজন মেডিকেলের, একজন সিকিউরিটি। ভেন্যু যেগুলো আছে, ঢাকা এবং চট্টগ্রাম- দুটো জায়গায়ই ওরা যাবে। দেখে শুনে ওদের রিপোর্টটা দিবে। কথাবার্তায় আমরা অনেক এগিয়েছি। এই সিরিজটা হওয়ার সম্ভাবনা অনেক ভালো।’

তিন ফর‌ম্যাটের সিরিজ খেলতেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু করোনা পরিস্থিতির কারণেই দুটোর বেশি ভেন্যুতে ম্যাচ আয়োজনের কথা ভাবছে না বিসিবি।

আকরাম খান বলেন, ‘দুইটা ভেন্যু করছি আমরা। এই পরিস্থিতির জন্য বেশি করতে হয়। ঢাকা ও চট্টগ্রাম ভেন্যু ঠিক করেছি। সেভাবেই আমরা আগাচ্ছি।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে এখনই বাংলাদেশে আসছে বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডোমিঙ্গো। এ সময়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের পর্যবেক্ষণই হতে তার মূল কাজ। আগামী মাসে বড়দিন বলেই অন্যান্য বোচিং স্টাফদের দেওয়া হচ্ছে কিছুটা ছাড়।

আকরাম খান বলেন, ‘আমাদের হেড কোচ দুই এক দিনের মধ্যে চলে আসবেন। যেহেতু বাকিরা এসে উনাদের ওেই ধরনের কাজ কর্ম করার কোন সুযোগ থাকবে না। আর সামনে যেহেতু বড়দিন, সেই জিনিসটা মাথায় রেখে আমাদের মাননীয় বোর্ড সভাপতি বললেন আগে হেড কোচ এসে দেখুক, এরপর পুরো টিম নিয়ে আমাদের কাজকর্ম শুরু করতে পারবেন।’

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :