স্লেজিং সমর্থন করেন না ল্যাঙ্গার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১৪:৫২

ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে অসম্মানজনক কথাবার্তা বা গালাগালি একেবারেই মেনে নেওয়া হবে না। জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। আগের স্লেজিং জমানা অনেক পিছনে ফেলে এসেছে তার দল, দাবি করছেন তিনি।

এর আগে ভারত-অস্ট্রেলিয়া যখনই ক্রিকেট মাঠে মুখোমুখি হয়েছে, উত্তেজনার ফুলকি ছিটকে এসেছে। বেড়েছে তিক্ততা। অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার তো বলেই দিয়েছেন যে ভারতীয় দল তাকে স্লেজিংয়ের মাধ্যমে প্ররোচিত করার চেষ্টা করবে। তবে তিনি সেই ফাঁদে পা দেবেন না বলেও জানিয়েছেন। অজি কোচ অবশ্য জানিয়ে দিয়েছেন যে তার দলের ক্রিকেটাররা ক্রিকেটীয় স্পিরিটের বাইরে যাবেন না কোনও মতেই।

ল্যাঙ্গার বলেছেন, ‘ঠাট্টা-তমাশার অনেক জায়গা আছে। যাতে মজা হয় এবং লড়াকু মনোভাবও জিইয়ে থাকে। কিন্তু, গালাগাল বা অসম্মান করার কোনও জায়গা নেই।’

দলের সংস্কৃতি পাল্টে গিয়েছে বলে দাবি করে অজি কোচ বলেন, ‘গত কয়েক বছরে আমাদের দেখলেই এটা ধরা পড়বে। আমরা মাঠে ও মাঠের বাইরে নিজেদের আচরণ নিয়ে খেটেছি।’

তবে তার মানে মাঠে যে সব সময় বন্ধুত্বপূর্ণ হাওয়া বইবে, তা একেবারেই নয়। ভারতের গত সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির উত্তেজিত ব্যাকালাপের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। ল্যাঙ্গার বলেছেন, ‘বিরাট যা করে তা আমাদের ভাল লাগে। তার মধ্যে দুর্দান্ত রসিকতা বোধ থাকে। নাটুকেপনাও মিশে থাকে।’

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গী নির্বাচনে রক্ষণশীল মনোভাব নেওয়ার কথাই শুনিয়েছেন ল্যাঙ্গার। বলেছেন, ‘উইল পুকোভস্কি সম্পর্কে উচ্চ ধারণা রয়েছে আমাদের। ওর বিশাল প্রতিভা। সুযোগ এলে ও ঠিক টেস্ট ক্রিকেট খেলবে। এই সিরিজেও সেই সুযোগ আসতে পারে, আবার পরের সিরিজেও আসতে পারে।’ তার ইঙ্গিতেই পরিষ্কার, জো বার্নসই সম্ভবত ওপেনিংয়ে সঙ্গী হবেন ওয়ার্নারের।

(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :