সিংড়ায় বাল্যবিয়ে-নারী নির্যাতন রোধে উঠান বৈঠক

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ১৭:২২

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের সিংড়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক হয়েছে। বুধবার উপজেলার চৌগ্রামে শতাধিক নারীদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু তার বক্তব্যে বলেন, ‌‘বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধ করতে হবে। বাল্য বিয়ের কারণে অসংখ্য মেয়ের জীবন নষ্ট হচ্ছে। মেয়েদের নিয়ে স্বপ্ন দেখতে হবে। চিন্তাধারাকে আরো উন্নত করতে হবে। নিজের উন্নয়নের জন্য নিজেদের ইচ্ছা শক্তি ও লক্ষ থাকতে হবে।’

এসময় আরও বক্তব্য দেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার, নারী উন্নয়ন ফোরামের প্রশিক্ষক সাবানা খাতুন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/পিএল)