মানিকগঞ্জে আরও পাঁচজনের করোনা শনাক্ত

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ১৮:০১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০, ১৮:১৬

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মানিকগঞ্জে আরো পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬২১ জনে।

বুধবার দুপুর দেড়টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রফিকুন্নাহার বন্যা এই তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুন্নাহার বন্যা জানান,  ২২ ও ২৩ নভেম্বর জেলার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে কর্ণেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে পাঁচজনের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে মানিকগঞ্জের সদরের দুইজন, সিংগাইরের একজন, শিবালয়ের একজন ও হরিরামপুরের একজন। তারা হোম আইসোলেশনে আছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার আরো ৩৬ জনের নমুনা কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে এক হাজার ৫৭৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ১৫ জনের উপসর্গ নিয়ে এবং ২১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/পিএল)