মাস্ক না পরায় আরও ১১১ জনকে জরিমানা

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ১৮:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করছে ঢাকা জেলা প্রশাসক। বুধবার দিনব্যাপী অভিযানে আরও ১১১ জনকে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানায়, ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর ১৩টি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

এসময় মাস্ক ব্যবহার না করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১১১ জনকে ১৭ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন।

জরিমানার পাশাপাশি এক হাজার ৩০০ মাস্ক বিনামূল্যে বিরতণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। 

গত ১৭ নভেম্বর থেকে পরিচালিত অভিযানের নয় দিনে মোট ৮৭১টি মামলায় ৮৮২ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন। জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ পাঁচ হাজার ২৬০ টাকা।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/কারই/জেবি)