গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের পর হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১৯:৩৮

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার চরভয়রা উকিলপাড়া গ্রামের হাওয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের পর হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। এছাড়া ৯ জনকে খালাস দেয়া হয়েছে।

বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস ছালাম খান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন ডামুড্যা উপজেলার চরঘরোয়া গ্রামের খোরশেদ মুতাইতের ছেলে আব্দুল হক মুতাইত (৪২), দাইমী চরভয়রা গ্রামের মজিত মুতাইতের ছেলে জাকির হোসেন মুতাইত (৩৩) এবং গোসাইরহাট উপজেলার মধ্যকোদালপুর গ্রামের লুৎফর খবিরের ছেলে মোর্শেদ উকিল (৫৬)।

২২ মাস চার দিন পর এ রায় হলো। আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

জানা যায়, ২০১৯ সালের ২০ জানুয়ারি রাতে হাওয়া বেগম পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে যান।আসতে দেরি হওয়ায় বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পরদিন সকাল ৯টায় পাশের বাড়ির মজিবর রহমানের পরিত্যক্ত ফাঁকা ঘরে তার লাশ দেখতে পায়। পরে ডামুড্যা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :