শান্তিপূর্ণ সংসারের শর্তে ৪৭ দম্পতির মামলা নিষ্পত্তি

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ১৯:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাদী-বিবাদীকে (স্বামী-স্ত্রী) সংসারে শান্তিপূর্ণভাবে একত্রে থাকার শর্তে ৪৭টি নারী নির্যাতন মামলা নিষ্পত্তি করেছে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আজ বুধবার দুপুরে বাদী-বিবাদীর আপসের অঙ্গীকারনামা পেয়ে একসঙ্গে ৪৭টি মামলার এই রায় দেন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।

মামলার রায়ে আদালত বাদী-বিবাদী ৯৪ স্বামী-স্ত্রীকে নিজ নিজ সংসারে একত্রে মিলেমিশে বসবাস করার আদেশ দেয়। রায় ঘোষণার পর আদালতের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আদালতে দেওয়া অঙ্গীকারনামায় ৯৪ জন স্বামী-স্ত্রী বলেন, সন্তানাদিসহ পরিবারের অন্যদের নিয়ে শান্তিপূর্ণভাবে সংসার করবেন তারা। সংসারে শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ করবেন না এবং স্বামী-স্ত্রী উভয়কে যথাযোগ্য মর্যাদা দেবেন। যৌতুক দাবি কিংবা স্ত্রীকে নির্যাতন করবেন না স্বামী। নির্যাতন বা যৌতুক দাবি করলে আইনি ব্যবস্থা নেবেন স্ত্রী।

পৃথক ৪৭টি নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের এমন রায়কে যুগান্তকারী বলে অবিহিত করেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নান্টু রায়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/মোআ)