টাঙ্গাইলে ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২০, ২১:২৬ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০, ২১:৪০

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর গাবাসারা মৌজায় নদী খনন প্রকল্পের নামে ড্রেজারের মাধ্যমে আবাদি জমি কেটে নদী তৈরির প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেয়া হয়।

বুধবার  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিয়া, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, মহর আলী মণ্ডল, ওয়াজেদ আলী সরকার, আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, ফসলি জমির উপর নিশান লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে এতে হাজার হাজার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৃষকের ১০০ একর জমিতে ইতোমধ্যে বাদাম, ধান, তরমুজ, কলাই, গম ইত্যাদি রোপন করা হয়েছে। ড্রেজিং করা হলে সব সম্পত্তি নদীতে চলে যাবে। নদীপারের ফসলি জমিও ভাঙনের কবলে পড়বে। এভাবে অপরিকল্পিত ড্রেজিং করলে চরে মানুষ বসবাস করতে পারবে না। তাই ফসলি জমি রক্ষায় অপরিকল্পিত ড্রেজিং বন্ধের দাবি জানান বক্তারা।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)