করোনায় আক্রান্ত বাফুফে সভাপতি সালাহউদ্দিন

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২০, ০৯:১১ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০, ১১:৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার ও বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে উপসর্গ নিয়ে ভুগছিলেন তিনি। বুধবার রাতে পরীক্ষার ফল পজিটিভ এসেছে তার।

বুধবার দিনের বেলাতেও বাফুফে ভবনে হাজির হয়েছিলেন সালাহউদ্দিন। সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন সার্বিক পরিস্থিতি নিয়ে। তখন জানিয়েছিলেন, ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ দেখতে সেখানে যাবেন তিনি। যদিও শরীর ভালো না থাকার কথা স্বীকার করে নিয়ে কাতার ভ্রমণ নিয়ে খানিকটা সংশয়ও প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন। পরে রাতে পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিত হয়েছেন করোনায় আক্রান্ত তিনি।

করোনা পজিটিভ হওয়ায় আপাতত নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেও করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/এআইএ)