ক্ষুদ্র উদ্যোক্তাদের সফটওয়্যার ব্যবহার নিয়ে বেসিসের ওয়েবিনার

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২০, ০৯:৪০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০, ১১:১২

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

ক্ষুদ্র উদ্যোক্তাদের সফটওয়্যার ব্যবহার নিয়ে ওয়েবিনার করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। 
‘সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস ফর এসএমই’ শীর্ষক একটি ওয়েবিনারের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।
 
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সফটওয়্যার, ই-কমার্স সাইট, নতুন আইটি উদ্যোক্তা, সফটওয়্যার প্রোপ্রাইটার ও রিসিভারের ভবিষ্যৎ ও কীভাবে সহজে তাদের কর্মকাণ্ড চালাতে পারবে সে বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. সিরাজুল হায়দার, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম শাহীন আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস স্থানীয় বাজার সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল।

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. সিরাজুল হায়দার বলেন, ‘করোনা এসে সব কিছুতে আইটি প্রযুক্তির ব্যবহার যে কত গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিয়েছে। ব্যবসা বাণিজ্য, ই-কমার্স ও উদ্যোক্তাদের প্লাটফর্মসহ নানা ধরনের সার্ভিস আইটি সফটওয়্যার কোম্পানিগুলো দিয়ে যাচ্ছে।’

বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন ‘এসএমই উদ্যোক্তারা সফটওয়্যার ব্যবহারে এখনো পিছিয়ে আছে, যার ফলে তারা সবসময় ব্যবসায়িক ক্ষেত্রে আশানুরূপ ফল পাচ্ছে না। এক্ষেত্রে সাস মডেল এসএমই উদ্যোক্তাদের জন্য আশার নতুন কিরণ। এছাড়াও  ডিজিটালাইজেশনের ব্যবহার উদ্যোক্তাদের স্বল্প মূলধন বিনিয়োগে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে।’
 
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বেসিসের কর্পোরেট অ্যাফেয়ার্স এক্সিকিউটিভ মুন ম. রাজীবের সঞ্চালনায় ৬ টি সফটওয়্যার কোম্পানি তাদের প্রোডাক্ট/সফটওয়্যার নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন প্রদর্শন করেন। এর মধ্যে ওয়াইজ ডাইনামিক লিমিটেডের কো-ফাউন্ডার শেখ মাহবুবুর রহমান, নেক্সজেন সল্যুশন লিমিটেডের সিইও কামাল হোসাইন, এডভান্সড ইআরপির অপারেশন ম্যানেজার সাদাত হোসাইন, বিজ সল্যুশন লিমিটেডের আইটি ম্যানেজার মো. রাশেদুজ্জামান, এসযে ইনোভেশন লিমিটেডের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোজাম্মেল হক, ডিজি নোভা লিমিটেডের সিই গাজী শাহীন হোসাইন প্রেজেন্টেশন প্রদর্শন করেন।

অনুষ্ঠানে এসএমই উদ্যোক্তাগণ অনলাইনে অংশগ্রহণ করেন। বেসিস ও এসএমই ফাউন্ডেশনের অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এজেড)