ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৩:৪৩ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ১৩:০১

চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছ জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও জেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে সদরে কর্মরত ৬০ জন এ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি চলাকালে সদর উপজেলা সংগঠনের সহ-সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহবায়ক এম. আব্দুল বাছেদ।

জেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সভাপতি আরশাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মনির হোসেন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সংগঠনের সদর উপজেলা সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক নাজির আহমেদ দিদার, আইরিন চৌধুরী, তাসলিমা খন্দকার, রাজিয়া সুলতানা, মারজান বেগম, জেসমিন আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেড বাস্তবায়ন করতে হবে।

এদিকে একই দাবিতে জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী এ কর্মসূচিতে অংশ নেন।

এতে বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক আহবায়ক সফিউল আলম, সংগঠনের সম্পাদক জুলহাস শাহসহ ফজল ভূইয়া, নীলকান্ত বিশ্বাস প্রমুখ।

জেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী ৫১৮ জন কর্মবিরতি পালন করছেন।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :