মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৪:৫৪ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ১৪:৩০

সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সাধারণ মানুষকে মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীতে অভিযান শুরু করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর চারটি স্পটে একসঙ্গে চলে এই অভিযান। এগুলো হলো- শাহবাগ মোড়, ফার্মগেট মোড়, সিটি কলেজ মোড় ও মিরপুর।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক না পরলে জরিমানা, করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করা হবে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর শাহবাগ মোড়ে আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, ফার্মগেট মোড়ে ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, সিটি কলেজ মোড়ে ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও মিরপুরে ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, শাহবাগে অভিযান পরিচালনাকালে দেখা যায় ডাক্তার লেখা একটি প্রাইভেটকারের চালক মাস্ক ছাড়াই গাড়ি চালাচ্ছেন। তাকে বিনামূল্যে একটি মাস্ক দেয়া হয়েছে ও মাস্ক না পরায় ৩০০ টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএস/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :