ফুলপুরে মাস্ক না পরায় ২২ জনের জরিমানা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২০, ২০:৪০

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ফুলপুর উপজেলা সদরে বাসষ্ট্যান্ড ও আমুয়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে  মাস্ক না পড়ায় ২২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক পড়া নিশ্চিত করতে জনসচেতনতা প্রচারনা চালানো হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা বৃহস্পতিবার সকাল থেকে  বিকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করে তা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে হামদর্দ-এর ডা. আব্দুল মোত্তালিবকে ৫ হাজারসহ মোট ২২ জনকে ১৫৯০০ টাকা জরিমানা করেন। সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য কয়েকজনকে  সর্তক করা হয়।

এসময় সহযোগিতা করেন ফুলপুর থানার এসআই জাহিদ, যুব রেড ক্রিসেন্টের ফুলপুর প্রধান তাসফিক হক নাফিওসহ  স্বেচ্ছাসেবক ও পুলিশ ফোর্স।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)