বাংলাদেশে ৮টি আইকনিক মসজিদ নির্মাণ করবে সৌদি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ২১:৫৫

সৌদি সরকারের সহায়তায় দেশের আট বিভাগে ৮টি আইকনিক মসজিদ নির্মিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে আসেন সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের মসজিদ নির্মাণের বিষয়ে এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি সহায়তায় উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ-কাম-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে।’

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সৌদি সহযোগিতায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়নের কথাও স্মরণ করেন।

সৌদি সরকারের কৃষি খাতে প্রাধান্য দিচ্ছে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবে কৃষি শ্রমিক পাঠাতে পারে।’

বাংলাদেশিদের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে বলেও রাষ্ট্রদূত অভিহিত করেন প্রধানমন্ত্রী।

দুটি ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ঐতিহ্যগত সম্পর্কের কথা রাষ্ট্রদূতকে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় এই সম্পর্ককে মূল্য দেয়। দুই দেশের মধ্যে অনেক খাতে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।’

এ সময় সৌদি রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক শেখ হাসিনার নেতৃত্বে আরও গভীর ও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

অর্থনীতি, নিরাপত্তা ও জনশক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশটির সঙ্গে বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, তার দেশে ১৫ লাখের বেশি বাংলাদেশী বিভিন্ন খাতে কাজ করছেন। রাষ্ট্রদূত বাংলাদেশিকর্মীদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘তারা কঠোর পরিশ্রমী এবং সৌদি অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছেন।’

সৌদি উদ্যেক্তারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলেও প্রধানমন্ত্রীকে উল্লেখ করেন রাষ্ট্রদূত।

দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে আল-দুহাইলান। তারই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত হিসেবে আল-দুহাইলানের মেয়াদকালে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বৈঠকে করোনা মহামারি নিয়েও আলোচনা হয় বলে জানান প্রেস সচিব।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আসন্ন বাজেটে তামাক পণ্যের দাম বৃদ্ধির দাবি

উপজেলা নির্বাচন: প্রচার-প্রচারণায় যানবাহন ব্যবহারে মানতে হবে যেসব বিধিনিষেধ

উপজেলা নির্বাচন: ভোটার স্লিপে মানতে হবে যে নির্দেশনা

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধ করে আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :