ম্যারাডোনার নামে নেপলসের স্টেডিয়ামের নামকরণের ঘোষণা

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২০, ০৯:০৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সদ্য না ফেরার দেশে পাড়ি জমানো আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যরাডোনার সম্মানে স্তাদিও সান পাওলোর নামকরণ করার প্রস্তাব দিয়েছেন ইতালীয় শহর নেপলসের মেয়র লুইজি ডি ম্যাজিস্ট্রিস।

বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সান পাওলো স্টেডিয়ামের নামটি ম্যরাডোনার নামে করা হোক।’

নাপোলির সাবেক ফুটবল তারকা ৬০ বছর বয়সী ম্যারাডোনার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরের পর তার সম্মানে বুধবার পুরো স্টেডিয়ামটি আলোকিত করে রাখা হয়। এ সময় শোকাহত ম্যারাডোনা ভক্তরা সমবেত হন স্টেডিয়ামের বাইরে।

এই ম্যারাডোনার নেতৃত্বেই ১৯৮৭ ও ১৯৯০ সালে দুটি লীগ শিরোপা জয় করেছিল নাপোলি। যার সুবাদে ছড়িয়ে পড়েছিল অখ্যাত ওই নগরীর নাম। কিংবদন্তী ম্যরাডোনার মৃত্যু সংবাদ শুনে রাস্তায় নেমে পড়ে নগরীর শোকার্ত ম্যারাডোনা ভক্তরা।

টুইটবার্তায় মেয়র বলেন, ‘দিয়াগো আমাদের নাগরিকদের স্বপ্নদ্রস্টা। তিনি তার প্রতিভা দিয়ে নেপলসকে আলোকিত করেছিলেন। আপনি আমাদের সুখি করেছিলেন। নেপলস আপনাকে ভালবাসে।’

নাপোলির মালিক ও সভাপতি অরেলিও দে লরেন্টিয়াস আরএমসি রোডিওকে বলেন,‘ স্টেডিয়ামের নাম হতে পারে সান পাওলো-ম্যরাডোনা।’

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এআইএ)