আলী জাকেরের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১১:২৬

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বরেণ্য অভিনেতা ও নাট্যজন আলী জাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযাগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বীর মুক্তিযোদ্ধা জনাব মোস্তাফা জব্বার আজ শুক্রবার এক শোকবার্তায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আলী যাকেরের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে ইথারে ভেসে আসা তার কন্ঠ দেশের মুক্তির প্রেরণা যুগিয়েছে। তিনি ছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। সাংস্কৃতিক অঙ্গনে তার অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

তিনি বলেন অসামান্য অভিনয় ও কণ্ঠের জন্য মঞ্চ ও টেলিভিশনের দর্শকদের কাছে আলী যাকের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন। বিভিন্ন টিভি নাটকে তাঁর অভিনয়ের মুন্সিয়ানা দর্শকের হৃদয় ছুঁয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এই ক্রান্তিকালে এ শক্তিমান অভিনেতার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

মন্ত্রী বলেন, আলী যাকের তাঁর অভিনয় ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে এদেশের অগণিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :