দলের খেলায় সন্তুষ্ট মিঠুন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১২:১৭

কাগজে-কলমে পিছিয়ে থাকলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাঠের ক্রিকেটে প্রমাণের তাড়না ছিল গাজী গ্রুপ চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুনের। নিজেদের প্রথম ম্যাচে গতকাল বেক্সিমকো ঢাকাকে অনেকটা উড়িয়ে দিয়ে শুভ সূচনা করে সেটির ছাপ রেখেছে তারা। নিজের ক্রিকেটারদের উপর বিশ্বাস রাখার ফল পাওয়া মোহাম্মদ মিঠুন বলছেন উইকেট নিয়ে নেই কোন অভিযোগ।

মিরপুরের উইকেট নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে, তবে চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাাপের প্রথম দুই দিনে অন্তত সেটির অবকাশ নেই। কিন্তু এমন স্পোর্টিং উইকেটেও গতকাল রাতের ম্যাচে বেক্সিমকো ঢাকাকে মাত্র ৮৮ রানে গুটিয়ে দেয় গাজী গ্রুপ চট্টগ্রাম। যা মাত্র ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়েই তাড়া করে মোহাম্মদ মিঠুনের দল।

বোলারদের কৃতিত্ব দিয়ে উইকট নিয়ে কোন অভিযোগ করতে নারাজ চট্টগ্রামের অধিনায়ক। ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, `যেভাবে বোলাররা বল করেছে। তাদের কাজটা তারা খুব ভালোভাবে করেছে। উইকেট ভালো ছিল। উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই। কারণ বোলাররা খুব ভালো বল করেছে। এবং তাদের পরিকল্পনায় স্থির ছিল।‘

`এটা আমাদের টুর্নামেন্টে প্রথম ম্যাচ ছিল। সবাই ভালোভাবে শুরু করতে চায়। বোলাররা তাদের কাজ করেছে, ব্যাটসম্যান যারা সুযোগ পেয়েছে। তারা তাদের কাজ করছে। এটা দলের জন্য খুব ভালো।‘

বল হাতে শরিফুল, মুস্তাফিজ, মোসাদ্দেকরা ব্যাট হাতে লিটন, সৌম্যরা নিজেদের কাজটা করেছেন ঠিকঠাক। অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানালেন ক্রিকেটারদের প্রতি আস্থা রাখার ফলই পেয়েছেন।

তিনি বলেন, `এটা অধিনায়কের জন্য খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখলে তারা তাদের কাজটা যাতে ঠিকভাবে করে। যেটা আজকে হয়েছে। যে বোলিংয়ে এসেছে, সে তার কাজ ঠিকভাবে করেছে। যারা ব্যাটিংয়ে গেছে তারাও তাদের কাজটা ঠিকভাবে করেছে।‘

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :