দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে আলী যাকের স্মরণীয় হয়ে থাকবেন: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৩:৪৭ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৩:৩৯

খ্যাতিমান অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার পাঠানো এক শোক বার্তায় হানিফ বলেন, এদেশের শিল্প-সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের ক্রমধারায় আলী যাকের চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের মুক্তিকামী জনতা দেশমাতৃকার স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে শত্রুপক্ষের সশস্ত্র ও প্রশিক্ষিত সংঘবদ্ধ শক্তির বিরুদ্ধে অস্ত্র-শস্ত্র ও প্রশিক্ষণে তুলনামূলকভাবে আমরা দুর্বল হলেও বাঙ্গালি মুক্তিযোদ্ধাদের মানসিকভাবে অসীম শক্তি যুগিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিকগণ। আলী যাকেরের মত বহুমুখী প্রতিভার অধিকারী স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকের প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

শোক বার্তায় হানিফ মরহুমের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বার্ধক্য ও হার্টের সমস্যাসহ শারীরিক নানা জটিলতার আক্রান্ত আলী যাকের আজ শুক্রবার ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। গত শতকের সত্তর থেকে নব্বইয়ের দশকে মঞ্চ আর টেলিভিশনে দাপুটে অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নেয়া আলী যাকেরের বয়স হয়েছিল ৭৬ বছর।

বেলা ১১টায় একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিকের মরদেহ নেয়া হয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হচ্ছে। শ্রদ্ধা নিবেদন শেষে আলী যাকেরের মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। বাদ আসর কবরস্থান মসজিদে জানাজার পর তাকে সেখানে দাফন করা হবে।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :