পৌর মেয়রের বিরুদ্ধে সৈয়দপুর আ.লীগের বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৪:০৬

নীলফামারীর সৈয়দপুরে আসন্ন পৌর নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের অভিযোগে মেয়র আমজাদ হোসেন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে সৈয়দপুর সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

গতকাল শহীদ তুলশীরাম সড়কস্থ দলীয় কার্যালয় হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহীদ ডা. জিকরুল হক সড়ক (মদিনা মোড়ে) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌরসভা নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সারাদেশের মতো সৈয়দপুর পৌরবাসীর মাঝে যখন ভোটের আমেজ শুরু হয়েছে, ঠিক তখন নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছেন পৌর মেয়র আমজাদ।

বক্তারা বলেন, নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের পরিনাম হবে ভয়াবহ। জনগন এবার ফুঁসে উঠেছে। উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাটকারী আমজাদ হোসেনের সকল ষড়যন্ত্র জনগনের কাছে প্রকাশ হয়ে গেছে। তিনি তার পরাজয় নিশ্চিত জেনে ভোট বন্ধের খেলায় মেতে উঠেছেন।

এ সময় সৈয়দপুর উপজেলার নির্বাচন কর্মকর্তার উদ্দেশ্যে বক্তারা বলেন, নির্বাচন বন্ধের কোনো সহযোগিতা করলে আপনাকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা সাখাওয়াৎ হোসেন খোকন, একেএম রাশেদুজ্জামান রাশেদ, হিটলার চৌধুরী ভুলু, কামারপুকুর ইউনিয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ, শ্রমিক নেতা মমতাজ আলীসহ আরও অনেকে।

ঢাকাটাইমস/২৭ নভেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :