আশা ছাড়েননি মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৪:৪১

নিজেদের প্রথম দুই ম্যাচের দুইটিতেই হেরে পয়েন্ট টেবিলে তলানিতে চলে গিয়েছে বেক্সিমকো ঢাকা। তবে অধিনায়ক মুশফিকুর রহিমের মতে এখনই হতাশ না হয়ে সামনের ম্যাচগুলোই ভালো করে ফিরতে আসতে হবে। টি-টোয়েন্টিতে যেকোনো কিছু হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরেছিল ঢাকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে হারল মুশফিকের দর। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটিতে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় ঢাকা। তবে সেইজন্য উইকেটের নয়, নিজেদের ভুলগুলো দিকে তাকাচ্ছেন মুশফিক। বড় জুটি না হওয়া ও নাঈমকে কেউ সঙ্গ দেত না পারায় এই হারের কারণ।

মুশফিক বলেন, ‘আমাদের দ্বিতীয় ম্যাচটাতেও কিছু ইতিবাচক দিক আছে। নাঈম ভালো ব্যাটিং করেছে। এটা অন্য রকম একটা ট্র্যাক ছিল। তারপরও সে ভালো ব্যাট করেছে এবং দারুণ কিছু শট খেলেছে। কিন্তু কারু সমর্থন পায়নি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী খেলায় আরও ভালো পরিকল্পনা করব এবং সেটি কার্যকর করা চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘এই ম্যাচের উইকেট আসলে স্পোর্টিং উইকেট ছিল। আমরা জানতাম যে প্রথম ম্যাচের মতো প্রথম ২/৩ ওভারে কিছু বাউন্স পাব। সত্যিই এটা বোলারদের জন্য ভালো। কারণ টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এমন উইকেট দেখি। উইকেটে কোন সমস্যা ছিল না, সম্ভবত আমাদের খেলার ধরনই!’

মুশফিক মনে করেন টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দিন আসতেই পারে। এই ম্যাচ নিয়ে আর দুশ্চিন্তা না করে গ্রুপ পর্বের বাকি ছয়টি ম্যাচের দিকে তাকাচ্ছেন তিনি।

মুশফিক বলেন, ‘সবমিলিয়ে আমি মনে করি টি-টোয়েন্টিতে এমন দিন আসবেই। কিন্তু ইনশাআল্লাহ আমরা সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করব। ভুলগুলো শুধরে নেওয়ার জন্য এবং পরিকল্পনাগুলো কার্যকর করার জন্য আমাদের সামনে এখনো আরও কিছুদিন আছে। গ্রুপ পর্বে আমাদের আরও ছয়টি ম্যাচ আছে।’

পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, ‘অবশ্যই সবসময় এটা দেখার বিষয় নয় যে আপনি ম্যাচ জিতলেন নাকি হারলেন। কিছু জায়গা আছে যেখানে প্রত্যেক দিন আমাদের উন্নতি করতে হবে। এমনকি প্রত্যেকটি অনুশীলন সেশনেও।। আমরা এই জায়গাগুলো খুঁজে বের করব এবং মাধান করব। শুধু একজন করলে হবে না, দলীয়ভাবেও করতে হবে। আমরা সম্ভবত আগামী তিনদিনে খুব বেশি পরিবর্তন করতে পারব না। তবে শট নির্বাচনে আমাদের আরও বেশি কৌশলী হতে হবে। বিশেষ করে ব্যাটিংয়ে কাজ করতে হবে।’

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :