লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ প্রবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৫:৪৯

লিবিয়ায় আটকাপড়া ১৫৭ বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। তাদের সঙ্গে দেশটিতে মৃত্যুবরণকারী এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহও ছিল।

শুক্রবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দূতাবাসের প্রচেষ্টায় ও আইওএম এর সহায়তায় একটি চার্টার্ড প্লেনে মেতিগা বিমানবন্দর হতে ১৫৭ জন বাংলাদেশিকে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে আনা হয়েছে।

দূতাবাস জানায়, লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এনআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :