লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ প্রবাসী

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২০, ১৫:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

লিবিয়ায় আটকাপড়া ১৫৭ বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। তাদের সঙ্গে দেশটিতে মৃত্যুবরণকারী এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহও ছিল।

শুক্রবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, দূতাবাসের প্রচেষ্টায় ও আইওএম এর সহায়তায় একটি চার্টার্ড প্লেনে মেতিগা বিমানবন্দর হতে ১৫৭ জন বাংলাদেশিকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। 

একই ফ্লাইটে লিবিয়ায় মৃত্যুবরণকারী একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে আনা হয়েছে।

দূতাবাস জানায়, লিবিয়ার বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে।  

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এনআই/কেআর)