হরমুজ প্রণালীতে ইরানের নৌমহড়া

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২০, ১৭:৪৭

আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে নৌমহড়া চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। বৃহস্পতিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ এই মহড়া চালায়।

জানা গেছে, মহড়ায় বাসিজের এক হাজারের বেশি হালকা এবং মধ্যম মানের ভারী নৌযান ব্যবহার করা হয়। এসময় সেখানে আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি মহড়ায় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, মহড়ার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর কাছে শান্তি, বন্ধুত্ব ও টেকসই নিরাপত্তার বার্তা দেওয়া হয়েছে।

পারস্য উপসাগরের উপকূলবর্তী অঞ্চল এবং কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী।

ইরানে জাতীয় বাসিজ সপ্তাহ উদযাপনের শেষ দিনে এই মহড়া চালানো হয়। এর মাধ্যমে বাসিজ স্বেচ্ছাসেবীদের নৌযুদ্ধের প্রস্তুতি জোরদার করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির নির্দেশে স্বেচ্ছাসেবী সংগঠন বাসিজ প্রতিষ্ঠা করা হয়। সংগঠনটি দেশটির তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে ঐক্য এবং সমন্বয় ধরে রাখার কাজ করে। এছাড়া বিপ্লবের আদর্শ রক্ষার ক্ষেত্রে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে তারা পৃষ্ঠপোষকতা দেয়।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/এনএইচএস/ইএস