সোনাইমুড়ীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৭:৫৫

নিখোঁজের একদিন পর শাহাদাত হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার কাঁঠালী এলাকার একটি পুকুর থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মায়ের দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাহাদাত হোসেন কাঁঠালী এলাকার মীর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ৯টার দিকে শাহাদাত বাড়ির বাইরে যায়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাঁঠালী এলাকার কাদের মাস্টার বাড়ীর পুকুরে মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করলে মীর হোসেন ও রোকসানা বেগম তাদের ছেলে শাহাদাতের লাশ সনাক্ত করেন।

রোকসানা বেগম বলেন, বুধবার সকালে সুমন ও রিয়াজ আমার ছেলে শাহাদাতকে মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে আমরা শাহাদাতের কোন খবর না পেয়ে বিষয়টি স্থানীয় কাউন্সিলর হাফেজ আবু বকর সিদ্দিক দুলালকে অবগত করি।

তিনি অভিযোগ করেন, সুমন প্রায় সময় বহিরাগত ছেলেদের নিয়ে তাদের বাড়িতে এসে মাদক সেবন করতো। মঙ্গলবার রাতেও সে কয়েকজনকে নিয়ে বাড়ীতে এসে মাদক সেবন করে। সুমনের এসব কর্মকান্ড শাহাদাত জেনে ফেলায় তাকে হত্যা করেছে সুমন ও তার সহযোগিরা।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের মা বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩-৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এদের মধ্যে শুক্রবার ভোরে সোনাইমুড়ী পৌর এলাকা থেকে রিয়াদ উদ্দিন ও ইকবাল হোসেন যুবরাজ নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :