অনলাইন বিজ্ঞাপনে আয় বাড়াতে ‘অ্যাডল’ ও ‘ডিজিটাল বিজ্ঞাপনে’র চুক্তি

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২০, ১৯:৩৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০, ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে পাবলিশারদের রেভিনিউ বাড়ানোর পাশাপাশি গ্রাহকের কাছে আরও বেশি বিজ্ঞাপন পৌঁছে দিতে ডিজিটাল বিজ্ঞাপন লিমিটেডঅ্যাডল কমিউনিকেশন ইনকর্পোরেশন এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

অ্যাডল কমিউনিকেশন ইনকর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রদ্যুত বরণ চৌধুরী এবং ডিজিটাল বিজ্ঞাপনের পক্ষে  ব্যবস্থাপনা পরিচালক শরফরাজ আহমেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় পাবলিশারদের রেভিনিউ অপটিমাইজ করার ক্ষেত্রে সহযোগিতা বিনিময় করবে দুটি প্রতিষ্ঠান।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে পাবলিশারদের রেভিনিউ বাড়ানোর পাশাপাশি বিজ্ঞাপনদাতারা যাতে ক্রেতাদের ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারেন তা নিশ্চিত করাই হলো এ সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য।

এ চুক্তির ফলে বাংলাদেশের পাবলিশাররা ৫০টিরও বেশি গ্লোবাল অ্যাড এক্সচেঞ্জের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে। তাছাড়া পাবলিশারদের ওয়েবসাইটে কাটিং-এজ বিজ্ঞাপন পরিবেশনের প্রযুক্তি স্থাপন করার মাধ্যমে খুব সহজেই দেশের পাবলিশাররা তাদের ওয়েবসাইটে পূর্বের থেকেও বেশি আয় করতে সক্ষম হবে।

ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবস্থাপনা পরিচালক শরফরাজ আহমেদ বলেন, ‘আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাবলিশারদের অ্যাডসেন্স ওয়েবসাইটে ৩০% থেকে ২৫০% পর্যন্ত আয় বাড়াতে পারবো এবং একইসঙ্গে বিজ্ঞাপনদাতারা যাতে ক্রেতাদের ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে বিজ্ঞাপন দেখাতে পারেন সেটাও নিশ্চিত করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘ইন্টারনেট ব্যবহারকারীরা প্রায়ই অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখেন এবং এতে পাবলিশারদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তবে আমাদের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন রিয়েল টাইম কন্ট্রোল করা যাবে।’

অ্যাডল কমিউনিকেশন ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী প্রদ্যুত বরণ চৌধুরী জানান, ‘ডিজিটাল বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হয়ে তিনি শিগগির গ্লোবাল অ্যাড নেটওয়ার্ক প্রতিষ্ঠা করবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের পাবলিশার এবং অ্যাডভারটাইজাররা অনেক বেশি লাভবান হবেন। একইসঙ্গে পাবলিশার এবং অ্যাডভারটাইজারের মধ্যকার দূরত্ব হ্রাস পাবে।’

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/টিএটি/ইএস)