হ্যাটট্রিক জয়ের সুযোগ রাজশাহীর, প্রথম জয়ে চোখ বরিশালের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০৮:৪৫ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ২০:০৯

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাকে ৬ উইকেটে হারায় তারা। নাজমুল হোসেন শান্তর দলের সামনে এবার হ্যাটট্রিক জয়ের সুযোগ।

অন্যদিকে, তামিম ইকবালের দল ফরচুন বরিশাল এখন পর্যন্ত ১টি ম্যাচ খেলেছে। খুলনার বিপক্ষে ওই ম্যাচে তারা ৪ উইকেটে হেরেছিল। তাই তামিমদের চোখ প্রথম জয় তুলে নেয়ার। এমন সমীকরণ সামনে রেখে আজ (শনিবার) মুখোমুখি হবে রাজশাহী ও বরিশাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি ‍শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছিলো রাজশাহী। মেহেদি হাসানের দুর্দান্ত ব্যাটিংএ ৯ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহই পায় তারা। সাত নম্বরে নামা মেহেদি ৩২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৫০ রান করেন।

রাজশাহী দলের স্পিনার স্পিনার আরাফাত সানি বলেছেন, ‘যেহেতু দুইটা ম্যাচ জিতেছি, পরের ম্যাচে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে জয় পাওয়ার। আমাদের জায়গা থেকে নিজ নিজ সেক্টরে সেরাটা দেওয়ার চেষ্টা করব ইনশায়াল্লাহ।’

জয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করতে পারতো তামিম ইকবালের বরিশাল। কিন্তু দুভার্গ্য সঙ্গী ছিল তামিমের দলের। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান করে বরিশাল। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারের মুখে পড়ে খুলনা। শেষ ওভারে ২২ রান প্রয়োজন পড়ে খুলনার। এতে জয় দেখছিল বরিশাল। শেষ ওভারে চার ছক্কা মেরে বরিশালকে জয় বঞ্চিত করেন আরিফুল হক। ২টি চার ও ৪টি ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৪৮ রান করেন খুলনার আরিফুল।

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :