কুড়িগ্রামে অ্যাডভোকেসি-লবিং-নিগোসিয়েশন প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২০, ১৪:৫১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২০, ১৬:৪৭

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

কুড়িগ্রামে তিন দিনব্যাপী অ্যাডভোকেসি, লবিং এবং নিগোসিয়েশন প্রশিক্ষণ  কর্মশালার ২য় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে নিউজ নেটওয়ার্ক ও উদঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল। কর্মশালায় সাংবাদিক, মাদ্রাসার শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিওকর্মীরা অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও বি এইচ আরডি এফ কুড়িগ্রামের সহসভাপতি মাওলানা মো: নুরবখত।

এসময় বক্তব্য দেন দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ও বি এইচ আরডি এফ’র কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য ছানানাল বকসী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মনজু, ইউএসএস প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আব্দুর রউফ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/পিএল)