গোপালগঞ্জে বঙ্গবন্ধু দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৬:৫১ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০, ১৫:২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীর বিল রুট ক্যানেলে ১৭তম বঙ্গবন্ধু জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী প্রধান এডমিরাল শাহীন ইকবাল দূরপাল্লার এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় নৌ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনীসহ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ জন নারী-পুরুষ। সারা দেশ থেকে অংশ নেওয়া নারী-পুরুষের মধ্যে ১৪ জনকে বেছে নেওয়া হয় চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এর মধ্যে পুরুষ ৭ জন ১০ কিলোমিটার ও নারী ৭ জন ৮ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় পুরুষের মধ্যে ১ম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, ২য় হয়েছেন সেনাবাহিনীর আরেক সদস্য জুয়েল আহমেদ ও ৩য় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী। নারীদের মধ্যে ১ম হয়েছেন নাইমা আক্তার, ২য় হয়েছেন জুলি ও ৩য় সফুরা আক্তার। এরা সকলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :