দৌলতদিয়া ঘাটে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২০, ২১:০৯ | আপডেট: ২৮ নভেম্বর ২০২০, ২১:৪৬

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শনিবার এক ভুয়া পুলিশ সদস্যকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক ব্যক্তির নাম ইমরান মোল্লা (২২)।
তিনি মাগুরার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া গ্রামের লাল্টু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে দৌলতদিয়া ঘাট ট্রাফিক পুলিশের পাশে স্থানীয় কয়েক ব্যক্তির কাছে পুলিশের জ্যাকেট পরা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিলে স্থানীয়দের মনে সন্দেহ হয়। এসময় তারা জিজ্ঞাসাবাদ করলে নিজেকে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পুলিশ সদস্য হিসেবে নিজেকে পরিচয় দেয়। প্রাথমিকভাবে ভুয়া পুলিশ বুঝতে পেরে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘাট এলাকায় কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান আকন্দ দৌলতদিয়া ঘাটের ঘটনাস্থলে গিয়ে তাকে স্থানীয়দের কাছ থেকে আটক করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অসৎ উদ্দেশ্যে পুলিশের জ্যাকেট পরে আটক তরুণ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে চলছিল। নিজেকে সে ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত বলেও পরিচয় দেয়। পরে স্থানীয় লোকজন বুঝতে পেরে ভুয়া পুলিশ হিসেবে তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে সরকারি পোশাক পরিধান করার অপরাধে মামলা শেষে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএ)