মহাকাশ থেকে পৃথিবীর ছবি পাঠালেন নভোচারী

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ১১:৪২ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০, ১২:৫২

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

মহাকাশচারী ভিক্টর গ্লোভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস থেকে পৃথিবীর ছবি তুলে পাঠালেন। স্থানীয় সময় বুধবার ওই ভিডিও তুলেছেন নাসার এই মহাকাশচারী।

৪৩ বছরের ভিক্টর ২৭ ঘণ্টার স্বয়ংক্রিয় সফর করে আইএসএস-এ পৌঁছানো চতুর্থ মহাকাশচারী। বাকি তিনজন হলেন কেট রুবিন্স, সের্গেই রিজিকভ এবং সের্গেই কুদসয়োর্চকভ। 

গত সপ্তাহে নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টার থেকে আইএসএস-এর উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই সফর আসলে স্পেসএক্স ক্রু-১ মিশনেরই একটি অংশ।

সম্প্রতি আইএসএস-এ গিয়েছেন তিনি। 

মহাকাশ থেকে এটাই তাঁর প্রথম ভিডিও ফুটেজ। তাও আমাদেরই গ্রহের। কিন্তু তার মনে হয়েছে, ‘‌আসলের সঙ্গে ওই ফুটেজ ঠিকমতো ন্যায়বিচার করছে না। যদিও দেখতে অসাধারণ লাগছে।’‌

পৃথিবীর ছবি মহাকাশ থেকে দেখে বাক্যহারা হয়ে গিয়েছিলেন তিনি বলে জানিয়েছেন ভিক্টর। ওই ভিডিও ফুটেজ  টুইটারে পোস্ট করেছেন ভিক্টর। ইতিমধ্যেই মহাকাশ থেকে ভিক্টরের পাঠানো আমাদের গ্রহের ভিডিও ফুটেজ ২০ লক্ষ বার ভিউ হয়েছে ইন্টারনেটে। এক লক্ষ লাইক পড়েছে ফুটেজে। এবং কয়েক হাজার কমেন্টও পড়েছে।  

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজেড)