স্মিথ-ম্যাক্সওয়েল তাণ্ডবে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮৯

স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে স্বাগতিকরা করেছে ৩৮৯ রান।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। ৬৪ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৪ রান করেন তিনি। তাণ্ডব চালিয়েছেন ম্যাক্সওয়েলও। ২৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
ওপেনিং জুটিতে অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ১৪২ রানের জুটি গড়েন। ফিঞ্চ ব্যক্তিগত ৬০ রানে আউট হওয়ার পর ওয়ার্নার আউট হন ব্যক্তিগত ৮৩ রানে। চার নম্বর পজিশনে নেমে ৬১ বলে ৭০ করেন লাবুশানে।
ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৭৪ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত করেছিল ৮ উইকেটে ৩০৮ রান। প্রথম ম্যাচে ৬৬ রানে হেরে যাওয়ায় ভারতের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এসইউএল)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

তামিম-সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

চট্টগ্রামে রানের রেকর্ড তামিমের

ফিরলেন তাসকিন-সাইফউদ্দিন, উইন্ডিজ দলেও দুই পরিবর্তন

টস হেরে ব্যাট করছে টাইগাররা

ভালোবাসার দশম বছরে স্ত্রীর প্রতি রিয়াদের আবেগঘন বার্তা

বায়ার্নের গোল উৎসব, জয়ে ফিরল জুভেন্টাস

লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ

বিমান দুর্ঘটনায় চার ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু

এলচের বিপক্ষে বার্সার সহজ জয়
