আব্দুল হান্নান খানকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: হানিফ

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ১৬:৫৫ | আপডেট: ২৯ নভেম্বর ২০২০, ১৬:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রযাত আব্দুল হান্নান খান ও মাহবুবউল আলম হানিফ (ফাইল ছবি)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রবিবার এক শোকবার্তায় হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আব্দুল হান্নান খান। এরপর মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হন তিনি। একপর্যায়ে প্রধান তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল হান্নান খান। তার নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে জাতি স্মরণ করবে।

শোকবার্তায় আওয়ামী লীগের এই নেতা বলেন, নীতির প্রতি অবিচল থেকে সততা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন আব্দুল হান্নান খান।

শোকবার্তায় হানিফ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, আব্দুল হান্নান খান রবিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ব্রেন স্ট্রোক, হৃদরোগসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/জেবি)