মাগুরায় জেলা যুবদল আহবায়কসহ ৪২ জনের নামে মামলা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ১৭:৩৫

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরায় যুবলীগ-যুবদল হামলা পাল্টা হামলার ঘটনায় জেলা যুবদলের আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোলসহ ৪২ জনের নামে মামলা হয়েছে।

হামলার শিকার যুবলীগকর্মী মারুফ হোসেন রবিবার সকালে বাদী হয়ে সদর মাগুরা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিাশ্চত করেছেন মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন।

মামলায় আসামিদের বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক আইনসহ নানা অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।

গত শুক্রবার রাতে মাদক কেনা বেচা ও রাজনৈতিক বিরোধের জের ধরে পরস্পর বিরোধী হামলায় জেলা যুবলীগকর্মী মারুফ হোসেন ও যুবদলকর্মী মাহমুদুর রহমান শান্তি জখম হন।

এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, ‘সামনে মাগুরা পৌর নির্বাচন সেখানে আমি মেয়র প্রার্থী। এ কারণে আমি ও আমার নেতাকর্মীদের নামে এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে। শুক্রবারের সহিংসতার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

ঢাকাটাইমস/২৯নভেম্বর/ইএস