তালা ঝুলছে হোসেনপুরের কিন্ডারগার্টেগুলোতে, কষ্টে আছেন শিক্ষকরা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ১৭:৫৪

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

করোনার প্রাদুর্ভাবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। একইভাবে বন্ধ রয়েছে বেসরকারিভাবে পরিচালিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১১০টি কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম । ফলে কর্মহীন হয়ে পড়ে মানবেতর অসহায় ও বেকার জীবনযাপন করছে এর সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক ও শিক্ষক-কর্মচারী ।

উপজেলা শিক্ষা কার‌্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১১০ট কিন্ডারগার্টেন স্কুল ও প্রায় ৮০টি কওমি মাদ্রাসা রয়েছে। যেখানে ২০/২৫ হাজার শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর শত শত ছাত্র/ছাত্রী ভালো ফলাফল করছে। আর এইসব কিন্ডারগার্টেন গুলোতে কর্মরত আছেন প্রায় ১২ শতাধিক শিক্ষক-কর্মচারী। প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের বেতনও বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে এসব শিক্ষকদের প্রাইভেট টিউশন।  ফলে কোনো আর্থিক উপার্জন করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক কিন্ডারগার্টেনের  প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক বলেন, ‘স্কুল বন্ধ থাকলেও প্রতি মাসে ঘরের ভাড়া পরিশোধ করতে হচ্ছে।  শিক্ষার্থীদের মাসিক বেতনও নেই।  ফলে শিক্ষক/কর্মচারীদের বেতন দিতে পারছি না। এরকম পরিস্থিতিতে আগে কখনও পড়তে হয়নি। ইতোমধ্যে অনেকেই ঘর ভাড়া পরিশোধ করতে না পেরে স্কুল  বন্ধ করে দিয়েছে। ফলে জীবনের তাগিদে কিন্ডারগার্টেন শিক্ষকরা অন্য পেশায় জড়িয়ে পড়েছেন।’

স্কুলের অন্যান্য শিক্ষকরা বলেন, ‘অর্থ না থাকলেও শিক্ষক পরিচিতির কারণে আমরা অন্যের নিকট সাহায্য চাইতে পারি না। কিন্তু আমাদের অনেকেরই চলা কঠিন হয়ে পড়েছে।  ফলে  শিক্ষকতা ছেড়ে বিভিন্ন পেশায় জড়িয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছি।’

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/পিএল)