করোনার ঝুঁকি নিয়েই শীতের পোশাক কিনতে ভিড়

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ১৮:৪৮

আমিনুল হক সাদী, ঢাকাটাইমস

এবারের শীতে যেখানে কোভিড-১৯ সংক্রমণে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন করে যাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। সেখানে কিশোরগঞ্জের হোসেনপুরে ফুটপাতের দোকানগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই শীতের পোশাক কেনার জন্য ভিড় করছে মানুষ।

উপজেলার জহিরুল ইসলাম বলেন, ‘গরিব মানুষের জন্য অভিজাত মার্কেটগুলোতে শীতবস্ত্র কেনা কষ্টের। তাই, শীত নিবারনের জন্য জেলা শহরের আখরাবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের খোলাবাজার থেকে অল্প দামেই গরম কাপর কিনেছি।’

এদিকে, এ উপজেলায় শীতজনিত নানা রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। অন্যদিকে জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ করছে।

কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে আমাদের সংগঠনের উদ্যোগে মাস্ক বিতরণ করেছি এবং করোনা সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।’

শীতজনিত রোগে আক্রান্তদের যথাযথ সেবা দিতে চিকিৎসকরাও সচেতন রয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/পিএল)