কাফরুলে মাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২০, ১৯:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর কাফরুলে মাকে পিটিয়ে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ছেলেসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহত ওই নারীর নাম সিমা আক্তার। তবে ছেলেসহ আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল কাফরুলের বাইশটেকীতে যায়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নেয়া হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বাইশটেকী ইমামনগর এলাকার একটি বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহটি ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। ময়নাতদন্তের পরই বোঝা যাবে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, নাকি আগুনে পুড়ে মারা গেছেন। নাকি আগে তাকে হত্যা করা হয়েছে এরপর পুড়িয়ে ফেলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই আমরা এসব বিষয় গুরত্বের সঙ্গে দেখবো।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই বিষয়ে নিহতের পরিবার থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ছেলেসহ পাঁচজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসএস/জেবি)