বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ফিনল্যান্ড আ.লীগের

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ২২:০৬ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ২১:৫৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে ‘মৌলবাদীদের অবমাননাকর বক্তব্যের’ প্রতিবাদে অনলাইনে প্রতিবাদ সভা করেছে ফিনল্যাণ্ড আওয়ামী লীগ।

শনিবার ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের পরিচালনায় এই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, সম্প্রতি ভাস্কর্য নির্মাণকে ইস্যু হিসেবে ব্যবহার করে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে উগ্রবাদীরা। এজন্য বিদেশ থেকে প্রত্যক্ষ মদদ পাচ্ছে তারা। তাই দেশে এবং প্রবাসে প্রত্যেক মুজিব সৈনিককে সতর্ক থাকতে হবে এবং দেশ বিরোধী সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।

আলোচনায় আরো অংশ নেন সর্ব ইউরোপিয়ান আ.লীগের সাবেক প্রচার সম্পাদক খোকন শরীফ, সুইডেন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, জার্মান আ.লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু, পর্তুগাল আ.লীগের সভাপতি জহিরুল আলম জসিম, ফ্রান্স আ.লীগের সভাপতি এম ও কাশেম, ডেনমার্ক আ.লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, বেলজিয়াম আ.লীগের সভাপতি শহিদুল হক, নেদারল্যান্ড আ.লীগের সাহাদাত হোসেন তপন, সুইজারল্যান্ড আ.লীগের সভাপতি তাজুল ইসলাম, মাল্টা আ.লীগের সভাপতি মসিউর রহমান, নরওয়ে আ.লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, আয়ারল্যান্ড আ.লীগের আহ্বায়ক বেলাল হোসেন, জার্মান আ.লীগের সহসভাপতি জাহিদুল ইসলাম পুলক, সুইডেন আ.লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, বেলজিয়াম আ.লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির রতন, নেদারল্যান্ড আ.লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, পর্তুগাল আ.লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান, গ্রিস আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, ডেনমার্ক আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইতালি আ.লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, স্পেন আ.লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম, সুইজারল্যান্ড আ.লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, অস্ট্রিয়া আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল কবির, মাল্টা আ.লীগের সাধারণ সম্পাদক আল আমিন কাওসার, নরওয়ে আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশল ও বিশেষজ্ঞ পরিষদ, ইউরোপ (নর্ডিক) সভাপতি মাহফুজুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী হেদায়েতুল ইসলাম শেলী, জার্মান আ.লীগ নেতা ইউনুস আলি খান, জার্মান আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বেলজিয়াম আ.লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, বেলজিয়াম আ.লীগ নেতা ইঞ্জি মিথুন রয়, বেলজিয়াম যুবলীগের সভাপতি খালিদ মিনহাজ, স্পেন আ.লীগ নেতা জাহাঙ্গীর আলম, ফিনল্যান্ড আ.লীগ নেতা ইমাম হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :