দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারতে চালু হচ্ছে পাবজি

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ০৯:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০, ১১:৩১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

দীর্ঘদিন ভারতে বন্ধ থাকার পর পাবজি মোবাইল চালু হচ্ছে। দেশটিতে পাবজির বিশেষ সংস্করণ চালু করা হচ্ছে। নতুন ভার্সনে গেমারদের তথ্য সুরক্ষিত ও স্বাস্থ্যকর গেমপ্লে ব্যবস্থাপনা রাখবে নির্মাতা প্রতিষ্ঠান স্থানীয় ভিডিও গেম, বিনোদন এবং আইটি শিল্প গড়ে তুলতে কীভাবে ভারতে বিনিয়োগ করবে তা নিয়ে পরিকল্পনাও প্রকাশ করেছে।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতেই ভারতের বাজারে আসছে পাবজি।  অ্যাপটি বাতিলের পর থেকেই নড়চড়ে বসেছিল সংস্থা। এরপরই ভারতীয় সহায়ক সংস্থা তৈরি করার পরিকল্পনা করে পাবজি  কর্তৃপক্ষ। এর জন্য কয়েক শ কর্মচারী নিয়োগ করে সংস্থা। পাশাপাশি জানা যায়, প্রায় ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে সংস্থা। 

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এজেড)