গফরগাঁওয়ে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ১৩:০৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০, ১৩:৪৪

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

মুজিববর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনা উপহার’ এই স্লোগানে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এর উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলাম বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কেউ গৃহহীন থাকবে না। এ উপজেলায় মোট ২০০টি গৃহ নির্মাণ করা হবে।’

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/পিএল)