করোনা কেড়ে নিল চিকিৎসকের প্রাণ

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২০, ১৩:৪১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০, ১৪:১৭

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক চিকিৎসক। তার নাম মজিবুর রহমান খান হীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক এই শিক্ষক রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গাইনোকোলজিস্ট বিভাগের চিকিৎসক ছিলেন।

চিকিৎসক মজিবুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মমনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভুঁইয়া।

মতিউর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে ময়মনসিংহ ও ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. মজিবুর। রবিবার সকালের দিকে শারীরিক অবস্থা একটু ভালো থাকলেও রাতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে না ফেরার দেশে চলে যান প্রখ্যাত এই চিকিৎসক।

মজিবুর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এমআর